চাঁপাইনবাবগঞ্জে ১ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার ১২:২৩, ২০ সেপ্টেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায়; মাহাবুল নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন।
দন্ডিত মাহাবুল আলম (২৮) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের লোকমান আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে মাহাবুলকে ৪ শত গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এ ব্যাপারে ওইদিনই সদর মডেল থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই আসগার আলী। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ২০২০ সালের ২৮ মার্চ শনিবার আদালতে চার্জশীট দাখিল করেন।
এদিকে দীর্ঘ শুনানীর পর আদালতের বিজ্ঞ বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।