ঢাকা (সকাল ৬:৩৫) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে সোয়া লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, ভারতীয় ট্রাক জব্দ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বৃহস্পতিবার দুপুর ০৩:২৬, ৩১ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে সোয়া লক্ষ টাকার আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মধ্য বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার কওে ৫৯ বিজিবি। অভিযানে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক জব্দ করে বিজিবি।

 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র নায়েব সুবেদার তুষার কান্তি বিশ্বাসের নেতৃত্বাধীন একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় একটি ট্রাক (ডবিøউবি ৬৫ এ ১৫০৩) তল্লাশী করে। এ সময় ৫২টন পাথর বোঝাই ট্রাকের ড্রাইভারের কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২৬ হাজার ৭ শত টাকা মূল্যের ১৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

অধিনায়ক আরো জানান, পাথর রপ্তানীকারক ভারতীয় প্রতিষ্ঠান শ্রাবন্তী ট্রেডার্স, বাংলাদেশের আমদানীকারক প্রতিষ্ঠান মীর আক্তার ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট ছিলেন নূর আমিনের গালফ জোহরা।

 

পরে পাথর সহ জব্দকৃত ট্রাক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক গোলাম কিবরিয়া।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT