ঢাকা (রাত ১:৪০) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ট্রাক মটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১১:১০, ৮ অক্টোবর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন এনজিও কর্মী যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবপুকুর বাজার এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত এনজিও কর্মী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের মো. কায়উমের ছেলে মো. রনি (২৮)।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, উপজেলার কুসুমকলি এনজিওর কর্মী রনি বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মটরসাইকেল যোগে অফিস করে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি পণ্য বোঝাই ট্রাক (বগুড়া ট-০২-১০৮৮) শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর বাজারের কাছে আসলে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রনি মারা যান। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT