ঢাকা (সকাল ৯:৪৭) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শহীদদের বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন                

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ১০:৪৪, ১৪ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর তীরবর্তী শ্মশান ঘাটে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত নাম জানা শত শত শহীদদের বধ্যভূমি উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৩ টায় পৌর এলাকার শ্মশান ঘাটে মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই বধ্যভূমি উদ্বোধন করা হলো।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসির উদ্যোগে ও জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুদানে নির্মিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মঈনুদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ-১ সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মুরাল উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি,  জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন সহ পৌর কাউন্সিলরবৃন্দ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT