ঢাকা (রাত ১২:১৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব ও ডিবির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ১০:৩০, ২২ আগস্ট, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাব-৫ ও ডিবি’র পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেফতার করা হয় ৪ মাদক ব্যবসায়ীকে। র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃতরা হলো- ঢাকার আবদুল্লাহপুর এলাকার মো. শুকুর শেখের ছেলে মো. শামীম শেখ (২২) ও একই এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. রিপন (২০) এবং ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার আনারুল ও মানিক।

এ বিষয়ে শনিবার র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- আম ও সবজির আড়ালে মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ৩টায় র‌্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জেলার শিবগঞ্জ উপজেলার নয়ন ফিলিং ষ্টেশনের সামনে একটি পিকআপে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম শেখ ও রিপন কে ৩ লক্ষ ৪৩ হাজার ৫শত টাকার ৬৮৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ৮৫ কেজি আলু এবং ১০৫৬ কেজি আম জব্দ করা হয়।

এদিকে ডিবি পুলিশের এস আাই জাহিদ জানান, মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে কানসাট পুকুরিয়া ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৮০ হাজার টাকার ১২শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় আনারুল ও মানিককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের দোষ স্বীকার করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT