ঢাকা (সকাল ৯:২৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে রিংপার্টের জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০২:১৩, ২৪ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ১৩ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার বাড়ির উঠান রাখা সিমেন্টের তৈরী একটি রিংপার্টে জমিয়ে রাখা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শিশুটির পিতা।

নিহত শিশু জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের রাসেলের শিশু কণ্যা রুমানা বর্ষা।

এ বিষয়ে নিহত শিশু রুমানা বর্ষার বাবা রাসেল আলী এবং খালা রওশনারা পপি জানান, সকালে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। এমন সময় রুমানা বাড়ির আঙিনাতেই একা খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে আঙিনাতে থাকা সিমেন্টের তৈরী রিংপার্টে রাখা পানিতে ডুবে যায়। ওই সময় কেউ এই ঘটনা বুঝতে পারেনি। তবে পরে যখন তাকে খোঁজাখুঁজি করা হয় তখন সেখানে তাকে ডুবন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু বর্ষাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল-মামুন বলেন, শনিবার দুপুর ১২টায় খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুরতহাল রিপোর্ট শেষে শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT