ঢাকা (দুপুর ১২:০১) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া গ্রুপ ক্যাপ্টেন ও সহযোগী আটক

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪১, ৯ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের যৌথ অভিযানে বাংলাদেশ বিমান বাহিনীর পরিচয়দানকারী একজন ভূয়া গ্রুপ ক্যাপ্টেন ও তার সহযোগীকে আটক করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) বিকাল ৫টায় পৌর এলাকার পেয়ারা বাগান মহল্লা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পেয়ারা বাগান শ্মশানঘাট মহল্লার মৃত সুলতান আহমেদের ছেলে শাহরিয়ার সুলতান বাবু (৪১) এবং সদর উপজেলার অরুনবাড়ী এলাকার সাদেকাতুল ইসলামের ছেলে আবু সালেহ বায়েজিদ (২৬)।

 

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া উইং থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়, পারিবারিক একটি সমস্যা সমাধানে সেনাবাহিনীর সহায়তা চেয়ে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মৃত সুলতান আহমেদের ছেলে শাহরিয়ার সুলতান বাবু (অভিযুক্ত) নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রæপ ক্যাপ্টেন পরিচয় দিয়ে তার সহযোগী বায়েজীদ সহ চলতি মাসের ৮ জানুয়ারী বুধবার চাঁপাইনবাবগঞ্জে অস্থায়ী সেনা ক্যাম্পে আসেন। এ সময় তার কথাবার্তায় অসংলগ্নতা প্রতিয়মান হলে সেনাবাহিনী ও র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকষ দল বিস্তারিত তদন্তের জন্য বুধবার তার বাড়ী পৌর এলাকার পেয়ারা বাগান শ্মশানঘাট মহল্লায় যায়। পরবর্তীতে তদন্তকালে তার নিজের দেয়া পরিচয় এবং সমস্ত তথ্য ভুয়া প্রমাণিত হওয়ায় একই দিন বিকাল ৫টায় ঘটনাস্থল থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুধু শাহরিয়ারের পিতাই নয় তার বড় ভাই বাংলাদেশ বিমান বাহিনীর চাকুরীচ্যুত সার্জেন্ট ছিলেন। পরবর্তীতে অভিযুক্ত শাহরিয়ার ও তার সহযোগী বায়েজীদকে নবাবগঞ্জ সদও মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হযেছে বলে জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT