এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ সোমবার বিকেল ০৫:০২, ৫ অক্টোবর, ২০২০
“শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এ.কে.এম তাজকির উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক।
এ সময় শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমাদেরকেই কাজ করতে হবে। মানবিক মূল্যবোধ নিয়ে সকলকে গড়ে উঠতে হবে। সমাজের সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, রংপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসরাইল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের চেয়ারম্যান এ্যডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে আলোচনা সভার শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।