চাঁপাইনবাবগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
এস এম সাখাওয়াত রবিবার দুপুর ০৩:৪৮, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ২৮ লক্ষ টাকার বিপুল পরিমান নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার চাঁদলায়ে পরিচালিত এক অভিযানে ৭৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব-৫।
এ বিষয়ে রবিবার সকালে র্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাত ১০টায় জেলার সদর উপজেলার মহানন্দা টোল ঘর হতে শেখ হাসিনা ব্রীজগামী রাস্তার বাম পার্শ্বে চাঁদলাই গোপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা মাদকের ব্যাগ ফেলে দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২৭ লক্ষ ৭৭ হাজার ২ শত পঞ্চাশ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।