ঢাকা (রাত ১২:৫৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে জেল হত্যা দিবস স্মরণে মৎস্যজীবীলীগের নানা আয়োজন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ১০:১১, ২০ নভেম্বর, ২০২০

জেল হত্যা দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা মৎস্যজীবীলীগের আয়োজনে এ সকল কর্মসূচী পালন করা হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ মো. আব্দুল ওদুদ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাবেক সদও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রুহুল আমিন।

এ সময় অন্যান্যেও মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা.শামিল উদ্দিন আহমেদ শিমুল, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক রানাউল করিম, সদস্য সচিব বরজাহান আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, পৌর আওয়ামীলীগের সদস্য ডা. গোলাম রাব্বানী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনকসহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুলতানা রাজিয়া।

আলোচনাসভা শেষে ৩রা নভেম্বরে হত্যাকৃত আওয়ামী নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT