ঢাকা (ভোর ৫:১৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ১০:৩৯, ২ অক্টোবর, ২০২১

“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” শ্লোগানে সারা দেশের ন্যায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকিউল ইসলামের উপস্থাপনায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎপাদনশীলতার ওপর একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তর আলোচনা করেন।

এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT