ঢাকা (সন্ধ্যা ৬:৫৫) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ২৫

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৪২, ১৫ জুলাই, ২০২১

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া আরটিপিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪, শিবগঞ্জে ৩ ও গোমস্তাপুরে ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৫১ শতাংশ।

আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২, শিবগঞ্জে ২, গোমস্তাপুরে ২ ও ভোলাহাটে ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭.৯৪ শতাংশ। মোট গড় সনাক্তের হার ৮.১১ শতাংশ।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় বৃহস্পতিবার সকাল থেকে তাদের প্রত্যেককে নিজনিজ বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এ পর্যন্ত মোট ৪৫৮২ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৮৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।আর মারা গেছেন ২০৬ জন।

আর জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ মাক্স পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ কর্ম সম্পাদন করতে জেলাবাসীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT