ঢাকা (সন্ধ্যা ৭:১৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে এতিম ও পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী পোশাক বিতরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ০১:৪৬, ১৪ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের ২শত অসহায়, এতিম, পথশিশু, পাগল ও ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে ঈদসামগ্রী ও পোশাক বিতরণ করেছে কলেজ শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট-সিএনপিআই নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১২ মে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কলেজ ছাত্ররা এসব বিতরণ করেন।

এ সময় সদর উপজেলার বারোঘরিয়া, চামাগ্রাম, রানিহাটি, কালিনগর, ইসলামপুর এবং জেলা শহরের রেলস্টেশন বস্তি, সোনারমোড়, আরামবাগ ও আজাইপুর মহল্লার সুবিধা বঞ্চিতদের মাঝে এসব তুলে দেন কলেজ শিক্ষার্থীরা। ঈদ উপহার হিসেবে প্রত্যেককে ২ ধরনের সেমাই, চিনি, পাপড়, নুডুলস, বুন্দিয়া, মুড়ি ও আতব চাউল এবং পোশাক হিসেবে একটি করে টি-শার্ট দেয়া হয়।

পথে পথে ঘুরে ঘুরে এসব বিতরণ করেন, সিএনপিআই স্বেচ্ছাসেবী সংগঠন এর সহ-সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল আলম, সদস্য রাশিদুল হাসান, মোক্তাদেরুল হক, ওয়ালিদ হাসান, নাইম হোসেনসহ অন্যান্যরা।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আতিকুল ইসলাম জানান, আগামী শুক্রবার ঈদ। অথচ এখনো অনেক অসহায়, দরিদ্র, এতিম বাচ্চাদের জন্য নতুন পোশাক হয়নি। কেনা হয়নি ঈদের বাহারী খাবার। তাই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তাদেরকে খুঁজে বের করে এসব ঈদ উপহার ও পোশাক বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, সংগঠনটিতে আমরা সকলেই কলেজ শিক্ষার্থী। তাই সবাই মিলে প্রত্যেকের খরচ থেকে বাঁচিয়ে ও আশেপাশের বিভিন্ন  জনের কাছে অনুদান নিয়ে তবেই এই ব্যবস্থা করতে পেরেছি। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT