ঢাকা (রাত ৩:৪৮) রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

প্রতিকূল পরিবেশেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করছেন ওসি জুনায়েত চৌধুরী

(ওসি) জুনায়েত চৌধুরী

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বৃহস্পতিবার সকাল ০৮:৩৮, ২০ নভেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার সাহসী ও বিচক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার আইন–শৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে দৃশ্যমান উন্নতি। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী অস্থিতিশীল পরিবেশে কুমিল্লা পুলিশ লাইন থেকে দাউদকান্দি মডেল থানার দায়িত্ব পান তিনি। এরপর প্রায় এক বছর তিনি সফলতার সঙ্গে সেবা দিয়ে আসছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান জুনায়েত চৌধুরী ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের পর ধারাবাহিক সফলতার ভিত্তিতে তিনি ওসি পদে পদোন্নতি লাভ করেন। দাউদকান্দির মতো গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব পেয়ে তিনি দায়িত্বশীলতার সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছেন।

 

 

এই থানায় দায়িত্ব পাওয়ার পর থেকেই ওসি জুনায়েত চৌধুরী সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেন। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার প্রধান আসামিসহ একাধিক হত্যা ও নাশকতা মামলায় গ্রেফতার করতে তিনি কোনোরূপ চাপের কাছে নতি স্বীকার করেননি।

নিষিদ্ধ ঘোষিত দলীয় নেতাকর্মী ও ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদেরও তিনি নির্দ্বিধায় গ্রেফতার করে আইনের আওতায় আনেন। মাদকবিরোধী বিশেষ অভিযানে থানায় পৃথক টিম গঠন করে তিনি সফলভাবে অনেক মাদককারবারিকে আটক করেন, যা এলাকায় স্বস্তি ফিরিয়েছে। এছাড়াও তিনি তার কাজের স্বীৃকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ অফিসার-ইন-চার্জ(ওসি) সম্মাননা পুরস্কার পান জেলা পুলিশের কাছ থেকে।

 

তার নেতৃত্বে দাউদকান্দি মডেল থানায় ভুক্তভোগীদের আগের মতো হয়রানির শিকার হতে হচ্ছে না।।এ কথা স্বয়ং ওসি জুনায়েতও নিশ্চিত করেন। দায়িত্বে থাকা কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে বরখাস্ত বা ক্লোজ করার ঘটনা নেই, যা থানার অভ্যন্তরীণ শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত।

উর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা মেনে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। থানার সদস্যরাও দলগতভাবে কাজ করে এলাকাজুড়ে আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। তার মানবিক আচরণ, হাস্যোজ্জ্বল উপস্থিতি ও পেশাদারিত্ব দাউদকান্দিবাসীর আস্থা অর্জন করেছে।

 

৫ আগস্ট-পরবর্তী ঝুঁকিপূর্ণ পরিবেশেও দৃঢ় নেতৃত্ব

৫ আগস্ট-পরবর্তী সংকটময় সময়ে পুরো দেশের মতো দাউদকান্দিতেও পুলিশ বাহিনী ছিল চরম চাপের মুখে। সেই ট্রমা কাটিয়ে পুলিশকে পুনরায় ছন্দে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওসি জুনায়েত চৌধুরী। তার নেতৃত্বে থানার কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

বৈষম্যবিরোধী আন্দোলন-সম্পর্কিত মামলার বেশিরভাগ পলাতক আসামিদের গ্রেফতারে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যায়। এতে তার পেশাদারিত্ব, দৃঢ়তা ও দক্ষতার প্রতিফলন ঘটেছে।

 

আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন—

“৫ আগস্টের পর দায়িত্ব পাই। তখন পরিস্থিতি খুব ভঙ্গুর ছিল। প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়েছে। এসপি মহোদয়ের নেতৃত্ব এবং সার্কেল এএসপির নির্দেশনায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। ৫ আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আমরা অনেকটাই সফল হয়েছি—অভিযান এখনো চলমান।”

 

 

প্রতিকূল পরিস্থিতিতেও দাউদকান্দিতে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে যে দৃঢ় ও সাহসী ভূমিকা রেখেছেন ওসি জুনায়েত চৌধুরী—তা স্থানীয়দের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তার তদারকিতে থানার কার্যক্রম আজ আরও গতিশীল, স্বচ্ছ ও সম্পূর্ণ জনবান্ধব হয়ে উঠেছে।

দাউদকান্দিতে নিরাপত্তা, শান্তি ও জনআস্থা ফিরিয়ে আনতে তার এই দৃষ্টান্তমূলক ভূমিকা পুলিশ বাহিনীর পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT