ঢাকা (সকাল ৮:২৪) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেটের উদ্বোধন

সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার বেলা ১২:৫৯, ১৯ আগস্ট, ২০২০

আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ২৯৩ তম আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে অবস্থিত হামজা টাওয়ারের দোতলায় এই আউটলেটের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আল-আরাফা ইসলামী ব্যাংক বালিয়াডাঙ্গা বাজার আউটলেট শাখার এজেন্ট মো. আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আলহাজ্ব আবেদ আহাম্মদ খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আতাউর রহমান মুক্তা ও আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রাশেদুল ইসলাম।
গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আহাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মো. আব্দুল মালেক মানিকসহ স্থানীয় ব্যবসায়ী ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ব্যাংকিং কার্যক্রমের সার্বিক সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর হাতের নাগালে পৌঁছে দিতেই বর্তমান সরকার এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু করছেন। এরই ধারাবাহিকতায় অর্থ আদান-প্রদানে ও দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেটসমূহ। আর তাই সহজে ও কম সময়ে জনগণের সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠান।
শেষে যাদুপুর দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রহমানের পরিচালনায় দোয়া করা হয়।
এর আগে ফিতা কেটে আউটলেট শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT