ঢাকা (রাত ১:৫২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ নোঙরকে সমর্থন দিয়ে আওয়ামীলীগের প্রচার প্রচারণা

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock শুক্রবার সন্ধ্যা ০৭:০৬, ২২ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থীকে বর্জণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম প্রার্থীকে সমর্থণ দিয়ে প্রচার প্রচারণা ও সভা সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার একাংশ।

নির্বাচনী প্রচার প্রচারণার দিন থেকেই তারা নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে বর্জণ করে বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিনকে সমর্থণ দিয়ে তার পক্ষে সভা সমাবেশ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোঙর প্রতীকে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করছেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিনের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ করেছেন জেলা আওয়ামীলীগের একাংশ। তবে এ সময় মাওলানা আব্দুল মতিন সভা সমাবেশে উপস্থিত ছিলেন না।

 

এ সময় আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদকে বর্জণ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দের নীতিগত সিদ্ধান্তেই বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিনকে সমর্থন দেয়া হয়েছে। আমরা আন্তর্জাতিক পরিমন্ডলে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। আর তাই নোঙর প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা করে একটি ঐতিহাসিক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকারব আওয়ামীলীগ।

 

সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন, বিএনপি থেকে আসা আব্দুল ওদুদ আওয়ামী লীগের সমর্থনে এমপি নির্বাচিত হবার পর থেকে দলীয় কোন্দল বেড়েছে। তার বিরুদ্ধে কথা বললেই নেতাকর্মীদের হামলা মামলার শিকার হতে হয়। তাই তাকে বর্জণ করে একজন ইমানদার ব্যক্তিকে আমরা এমপি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই।

 

এর আগে নোঙর প্রতিকের সমর্থনে একটি বিশাল মিছিল শহরের বাতেন খাঁর মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতারা।

 

এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা

ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রেজা ইমনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT