চাঁপাইনবাবগঞ্জ নাচোলে শিক্ষক কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান
সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ বৃহস্পতিবার রাত ০৮:১৫, ১৩ আগস্ট, ২০২০
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাতেও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নাচোল
উপজেলার নন-এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহায়তা
হিসেবে চেক প্রদাণ করা হয়।
এ সময় নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নাচোল উপজেলা পরিষদের
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাচোল উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান মো. রেজাউল করিম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম
হাসান, সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা কৃষি অফিসার
বুলবুল আহম্মেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬২ জন শিক্ষককে ৫ হাজার এবং ১৯ জন কর্মচারীকে ২ হাজার ৫ শত করে
মোট ৮১ জনকে ৩ লক্ষ ৫৭ হাজার ৫ শত টাকার চেক প্রদাণ করা হয়।