চাঁপাইনবাবগঞ্জ নাচোলে জাতীয় শোক দিবস পালিত
সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ রবিবার দুপুর ০৩:৩৪, ১৬ আগস্ট, ২০২০
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বে-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করাসহ উপজেলা পরিষদ মিলনায়তনে খালি গলায় গান পরিবেশন ও অসমাপ্ত আত্মজীবনী পাঠ, পুরস্কার বিতরণী, আলোচনাসভা ও যুব উদ্যোক্তাদের মাঝে প্রকল্প ঋণ বিতরণ, বৃক্ষরোপন ও সুবিধামত সময়ে উপজেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় জাতির জনকের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভা, পুরস্কার ও যুব প্রকল্প ঋণ বিতরণ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে নাচোল উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ দিবসটি পালনে পৃথক পৃথক ভাবে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। এসময় কর্মসূচীগুলোতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন, জেলা পরিষদের সদস্য ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি রয়েল বিশ্বাস, নিতাই চন্দ্র বর্মন, কে এ জোহা পলাশসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
এদিকে সরকারী নির্দেশনা মেনে সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন যথাযোগ্য মর্যাদায় শোক দিবসটি পালন করেন এবং স্ব স্ব প্রতিষ্ঠানের সুবিধাজনক স্থানে বিভিন্ন প্রজাতির ২০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।