ঢাকা (রাত ১:৫১) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ আব্দুল্লাহর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বৃহস্পতিবার দুপুর ০৩:৩৫, ১৫ আগস্ট, ২০২৪

অবশেষে হত্যার ৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে নিহত বাংলাদেশি যুবক আব্দুল্লাহর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জোহরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শেষে আব্দুল্লাহর মরদেহ শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল্লাহ (৪৫) উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে অধিনায়ক লে. কর্নেল মো. মনির উজ জামান জানান, উপজেলার ওয়াহেদপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন আব্দুল্লাহ। কিন্তু বিএসএফ তাৎক্ষণিক ঘটনা স্বীকার করেনি। পরে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বিএসএফ বিষয়টি স্বীকার করলে বুধবার (১৪ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলার জোহরপুর ট্যাক বিওপির সীমান্ত পিলার ২৩/৭-এস এর নিকট পতাকা বৈঠকের মধ্য দিয়ে ভারতের পিরোজপুর বিএসএফ নিহত আব্দুল্লাহর মরদেহ হস্তান্তর করেছে। এ সময় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (১২ আগস্ট) ভোরে আব্দুল্লাহ অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT