ঢাকা (দুপুর ১২:৫৭) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গ্রাম পুলিশ শাওনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন, পদত্যাগ দাবি

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বৃহস্পতিবার সকাল ১১:৩৫, ৫ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গ্রাম পুলিশ শাওনের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে কানসাট ইউনিয়নের আব্বাস বাজারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট শাওনের পদত্যাগ চেয়ে স্মারকলিপি প্রদাণ করা হয়।

 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আবুল হোসেন, কানসাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল, ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাজু প্রমুখ।

 

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড, জালিয়াতি করে গ্রাম পুলিশ শাওন। অন্যায়ভাবে পুলিশ দিয়ে সাধারণ এলাকাবাসীকে নানাভাবে হয়রানী ও অপদস্ত করে। এছাড়াও ইউনিয়ন পরিষদের নানা কাজে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মে লিপ্ত গ্রাম পুলিশ শাওন। আর তাই তার এসব অনিয়ম দূর্নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগের দাবী জানান মানববন্ধনে আগত এলাকাবাসী।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদাণ করেন এলাকাবাসী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT