ঢাকা (বিকাল ৫:৫৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার বিকেল ০৫:৫৫, ৮ জুন, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন এলাকা থেকে গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে বিভিন্ন মেয়াদে ৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। উদ্ধারকৃত ৫৫০ গ্রাম গাঁজা বিনষ্ট করা হয়েছে।


মঙ্গলবার (৮জুন ) দুপুরে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটককৃতরা হলেন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মোঃ আবু তালেব(৪০)কে ৮ মাসের জেল ও ১৫০০ জরিমানা, বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শওকত আকবর শরীফ (৪৬)কে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, পৌর শহরের গোলক এলাকার মৃত আছিম উদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৩৮)কে ১ বছরের জেল ও ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।


ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন কুমার সূর।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT