ঢাকা (রাত ৪:৫৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ মাছ চাষীর মৃত্যু

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ১০:০৫, ১৭ মার্চ, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রোকনুজ্জামান চপল খান (৩২) নামে এক মাছ চাষীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাছ চাষী ওই গ্রামের নাজিম উদ্দিন খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলতাপাড়া গ্রামে বাড়ির পাশে রোকনুজ্জামানের পুকুর রয়েছে। বৃহস্পতিবার ওই পুকুর থেকে তার মাছ বিক্রির কথা। এজন্য ওইদিন সকালে রোকনুজ্জামান বাড়ি থেকে বের হয়ে বৈদ্যুতিক মটর দিয়ে পুকুরের পানি তোলার জন্য পুকুর পাড়ে আসেন। এসময় মটরের সুইচ চাপতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে স্থানীয়রা এসে তার মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT