ঢাকা (সন্ধ্যা ৭:০০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মেজর(অব.) মোহাম্মদ আলী

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার রাত ০৯:১৫, ১ জুন, ২০২২

সম্প্রতি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের তকমা পেয়েছে এই বিদ্যালয়টি। শিক্ষার মানও সন্তোষজনক।

এই বিদ্যালয়ের এবার প্রথম বারের মতো সভাপতি মনোনীত হয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

বুধবার বিকালে সকল নবনির্বাচিত সদস্যদের ৯টি ভোটে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, তিনি বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি রাজনৈতিক নেতা-কর্মীদের শুভেচ্ছায় ভাসছেন।

এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মেজর(অব.) মোহাম্মদ আলী জানান,”এই বিদ্যালয়ের অতীত সুনাম রয়েছে, বর্তমান যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সাথে মিল রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সবসময় পাশে থাকবো।”

উল্লেখ্য, তিনি দাউদকান্দি উপজেলায় শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের ‘শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান’ নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গ, গতকাল মঙ্গলবার অভিভাবক প্রতিনিধি সদস্য পদের ৪ জন প্রার্থী, সাধারণ অভিভাবকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT