খানসামায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা
ভূপেন্দ্র নাথ রায়,খানসামা,দিনাজপুর মঙ্গলবার ১২:২৯, ৮ জুন, ২০২১
দিনাজপুরের খানসামায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার ভাবকী ইউনিয়ন পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষিকা, ইমাম, ইউপি সদস্য-সদস্যা, শিক্ষার্থী ও শুধী সমাজের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার সোহেল রানার সঞ্চালনায় ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.শাহ এজাজ উল সাজ্জাদ, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরী ও প্রশিক্ষণ) তৈয়ব আলী, ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।