ঢাকা (রাত ৯:৫০) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কেশবপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock বুধবার দুপুর ০৩:৫৯, ২ ডিসেম্বর, ২০২০

যশোরের কেশবপুরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

এবারের মেলার প্রতিপাদ্য বিষয় কোভিড-১৯ ও স্বাস্থ্য সুরক্ষা। মাধ্যমিক পর্যায় ও কলেজ পর্যায়ে প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে ক্ষুদে বিজ্ঞানীরা।

স্কুল পর্যায় বিজ্ঞান প্রজেক্টে চ্যাম্পিয়ন হয়েছে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

কলেজ পর্যায়ে চ্যাম্পীয়ন হয়েছে পাঁজিয়া ডিগ্রী কলেজ, দ্বিতীয় কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ এবং তৃতীয় ভালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসা।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনময় মিত্র, উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাব ইসলাম, উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক মিজানুর রহমান, শহিদুল ইসলাম, মাহবুবুর রহমান টুলু, খাইরুল আনাম, আব্দুস সাত্তার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT