“কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই অসহায় মানুষের পাশে আছে”-পুলিশ সুপার
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বৃহস্পতিবার রাত ১০:১৫, ৩১ মার্চ, ২০২২
‘সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই অসহায় মানুষের পাশে আছে। চরাঞ্চলে জুয়া ও মাদকের প্রবণতা অনেক বেশি। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কুড়িগ্রামের উলিপুরে খাদ্য সামগ্রী বিতরণকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় চর বাগুয়া হকের চরে জেলা পুলিশের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চরাঞ্চল দুর্গত ও নিম্নবিত্ত ২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে প্রতি সুবিধাভোগীর মাঝে চাল ৫ কেজি, আটা ৪ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি ও সয়াবিন তেল ১ লিটার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোর্শেদুল আলম, উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির, সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন, উলিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান, সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বারী মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আবু সায়েম প্রমূখ।