ঢাকা (বিকাল ৫:১১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুুুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার বিকেল ০৪:০৪, ২ ডিসেম্বর, ২০২০

সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল (৭০) নিহত হয়েছেন। ১ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এলাকায় আয়নাল মণ্ডলের চাতালের মোড়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল নিজ বাড়ি উপজেলার রায়গঞ্জ বাজার এলাকা থেকে মোটরবাইকে করে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক ধরে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারে যাচ্ছিল। এসময় আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রলি তাকে সজোড়ে ধাক্কা দেয়। তিনি মোটরবাইক থেকে ছিটকে পাকা রাস্তা পড়ে গুরুতর জখম হন।

এলাকাবাসী ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০ টায় কাঠালবাড়ী নামক স্থানে তার মৃত্যু হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT