ঢাকা (রাত ৩:০৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুুুুড়িগ্রামের উলিপুরে নন-এমপিও ভূক্ত স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার বিকেল ০৪:১৯, ১৪ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন স্বতন্ত্র ইবতেদায়ী নন-এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার(১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, উলিপুর উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রশিদ সরকারসহ অনুদানপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে,উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৪’শ৮০ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে ২ লাখ ৪০ হাজার ও ৪০ কর্মচারীর হাতে ২ হাজার ৫শত টকা করে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT