ঢাকা (সন্ধ্যা ৭:২১) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবিঃ ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি, মেঘনা নিউজ।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৩৫, ১২ সেপ্টেম্বর, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম জুলহাস হোসেন (৪৬)। তার বাড়ি হাতীবান্ধার বিদ্যুৎ অফিস সংলগ্ন।
বুধবার, ১১ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে ওই মহাসড়কে কালীগঞ্জের কাশিরাম এলাকার (বটতলা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বুড়িমারী থেকে আসা একটি পাথরভর্তি ট্রাক কাশিরাম এলাকার (বটতলা) নামক স্থানে মোটরসাইকেল আরোহী জুলহাসকে পিছনদিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুলহাস। পরে চালক ও হেলপার কালীগঞ্জ রেলগেট এলাকার কাব্যদিগন্ত ফিলিং স্টেশনে ট্রাকটি রেখে পালিয়ে যায়।
জানা গেছে, নিহত জুলহাস পেশায় স্বর্ণকার। হাতীবান্ধার মেডিকেল মোড়ে ‘ফেন্সি জুয়েলার্স’ নামে তার একটি জুয়েলারি দোকান আছে।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন দূর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১১ টার দিকে নিহত জুলহাসের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT