ঢাকা (রাত ২:০৩) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কারাগারে কুমিল্লার যুবদল-ছাত্রদলের ১৫ নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০২:২৬, ১৩ এপ্রিল, ২০২২

কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিনসহ যুবদল-ছাত্রদলের ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টায় কুমিল্লা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৫ আসামির মধ্যে আরও রয়েছেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল, যুবদ‌লের সহ-সভাপতি তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল, মনির হোসেন পারভেজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল, যুবদল নেতা টিটু সাহা।

আসামিপক্ষের আইনজীবী আ হ ম তাইফুর রহমান বলেন, ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার ছাত্রদল, যুবদল ও বিএনপির মোট ১৬ জন হাজিরা দিতে গেলে তাদের মধ্যে ১৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় এবং একজনকে জামিন দেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT