এবার বাস্তবে দেখা মিলবে “স্কুইড গেম”
নিজস্ব প্রতিনিধি বুধবার সন্ধ্যা ০৭:১০, ১৫ জুন, ২০২২
‘স্কুইড গেম’ দেখেননি এমন মুভি প্রেমিক খুঁজে পাওয়া মুশকিল। ২০২১ সালের সেপ্টেম্বরে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে রিলিজ পায় দক্ষিণ কোরীয় ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’। ১০ পর্বের সিরিজটি মুক্তি পেতে না পেতেই নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হয়ে ওঠে। মুক্তির মাত্র ২৮ দিনেই ১৬০ কোটি ঘণ্টার ওপর ভিউ ওঠে স্কুইড গেমের।
কিন্তু কে জানত, দিন কয়েকের মধ্যেই নেটফ্লিক্সের পক্ষ থেকে আসবে আরও বড় চমক! এবার পর্দার ‘স্কুইড গেম’-এর আদলে বাস্তবে রিয়্যালিটি শো আনতে চলেছে তারা।
‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নামের এই শোতেও থাকছে ৪৫৬ জন প্রতিযোগী। মূল সিরিজের গেমগুলোর পাশাপাশি থাকবে উত্তেজনায় ঠাসা অনেক নতুন সংযোজন।
তবে হেরে গেলে এখানে কাউকে ‘রেডলাইট’ বলতে বলতে মেরে ফেলা হবে না! বরং জিতলে থাকছে ৪৫ লাখ ডলারের ওপরে প্রাইজমানি। নেটফ্লিক্সের দাবি, এটাই টেলিভিশনের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় পুরস্কার।
নির্দিষ্ট (SquidGameCasting.com) ওয়েবসাইটে প্রতিযোগীদের আবেদন গ্রহণ করা হবে। সবার জন্য উন্মুক্ত হলেও শর্ত হলো, আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
বয়স হতে হবে ২১ বছর কিংবা তদূর্ধ্ব; শোতে অংশগ্রহণের জন্য চার সপ্তাহ থাকতে হবে যুক্তরাষ্ট্রে।
গত রোববার ‘স্কুইড গেম’ একটি সংক্ষিপ্ত টিজারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে এর পরবর্তী মৌসুমের।