এটিএক্স এনার্জি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সরবরাহের নামে নিয়োগ বাণিজ্য-খাসজমি দখলের অভিযোগ
তারিক আল মুরশিদ,গাইবান্ধা শুক্রবার রাত ০৮:৩৯, ১১ ডিসেম্বর, ২০২০
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুরে করতোয়া নদীর তীরে এটিএক্স এনার্জি’র সৌর বিদ্যুৎ প্রকল্পে সোলার প্ল্যান্টের মাধ্যমে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা বলে নিয়োগ বাণিজ্য ও খাসজমি দখলের পাশাপাশি স্বজনদের চাকরি দেয়ার প্রলোভনে স্বল্পমূল্যে মালিকানা জমি কিনে টাকার বিনিময়ে প্রকল্পে চাকরি দেয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
প্রতিষ্ঠানটি কোন ধরণের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সৌর বিদ্যুৎ প্লান্টে বিভিন্ন পদে গোবিন্দগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার শতাধিক যুবককে টাকার বিনিময়ে নিয়োগ দেয় বলে অভিযোগ রয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ বলেন, স্থানীয় সংসদের ডিও লেটার ছাড়া প্রতিষ্ঠানটি কোন প্রমাণ দেখাতে পারেনি। আর অবৈধ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন।