ঢাকা (রাত ১২:২৯) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ড বুদ্ধি প্রতিবন্ধীর বসতবাড়ি পুড়ে ছাই

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ১১:৩৫, ৭ মার্চ, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে মোফাজ্জল হোসেন নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসময় গোয়াল ঘরে থাকা একটি গরুও পুড়ে মারা যায়। এছাড়াও ওই প্রতিবন্ধীর সহোদর ফাতেমার একটি টিনশেড ঘর ভূস্মিভূত হয়।

সোমবার দুপুরে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিসামত মালতিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে মোফাজ্জল হোসেনের বসত ঘর, খড়ি ও গোয়াল ঘর এবং তার বিধবা বোন ফাতেমার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় মোফাজ্জল হোসেনের একটি গরুও পুড়ে মারা যায়।

স্থানীয়রা জানান, মোফাজ্জল হোসেন প্রতিবন্ধী হওয়ায় তার স্ত্রী তাকে রেখে চলে যায়। সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন তিনি। সুফিয়া নামে তার একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে। এনজিও থেকে অনুদান হিসেবে একটি গরু পেয়েছিল মেয়েটি, সেটিও পুড়ে মারা গেল।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার জানান, ক্ষতিগ্রস্থ পরিবারটিকে খাদ্য সহায়তা ও কম্বল দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT