উলিপুরে ভিজিএফ এর অর্থ বিতরণের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম শুক্রবার রাত ০১:৪৯, ১৪ মে, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে ৯ নং গুনাইগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ খোকাকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উপহার ভিজিএফ এর বরাদ্দকৃত জনপ্রতি ৪’শ৫০ টাকা করে নগদ অর্থ বিতরণের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আটক করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৩ মে) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র নির্দেশে উলিপুর থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,ঈদ-উল-ফিতর উপলক্ষে উলিপুর গুনাইগাছ ইউনিয়নের ৬ হাজার ১৭৮ পরিবারের মাঝে ৪’শ৫০ টাকা করে বিতরণের বরাদ্দ।কিন্তু তিনি ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের অর্থ বিতরণ না করে তাহার নিজস্ব ব্যাংক হিসাবে ১৩ লক্ষাধিক টাকা জমা করেছেন।
ভিজিএফ বরাদ্দকৃত সুবিধাভোগী মাজেদা,এনেদা,আরিফা, মালেকা ও সাহেরা বেগমের সাথে কথা বলে জানা গেছে,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকারের সুপারিশে তাদের নাম তালিকাভূক্ত করা হয়েছে।গত ১২ মে টাকা নিতে গেলে আজ কাল করে ঘুড়িয়ে বৃহস্পতিবার (১৩ মে)বলে তাদের টাকা ঈদের পরে দেয়া হবে বলে জানিয়েছেন তারা।
উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির চেয়ারম্যানের আটকের ঘটনা নিশ্চিত করে বলেন,আটককৃত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে ৪’শ৫০ টাকা করে প্রায় ৩ হাজার পরিবারে মাঝে অর্থ বিতরণ না করে তাহার নিজস্ব ব্যাংক হিসাবে জমা রাখার অভিযোগে ওনাকে আটক করা হয়েছে।তাহার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।