ঢাকা (রাত ৮:১৭) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক নির্বাচনে অনিয়মের অভিযোগ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ০৮:৩৩, ১০ মার্চ, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে নীতিমালা উপেক্ষা করে এক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য অনিয়মতান্ত্রিকভাবে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবীর’র বিরুদ্ধে এই অভিযোগ। ওই বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন স্থগিত দাবী করে দায়িত্বপ্রাপ্ত  প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাশেদুল ইসলাম, আলম মিয়া ও রাশেদুল ইসলাম-২। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাহেনা বেগমের মেয়ে এশা সিদ্দিকা উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি ‘খ’ শাখার ৬০ রোলের নিয়মিত শিক্ষার্থী। কিন্তু অনিয়মের আশ্রয় নিয়ে ওই শিক্ষার্থীকে উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রণির গোলাপ শাখায় ৬৮ রোলে ভর্তি দেখিয়ে সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার পছন্দমত লোকজন দিয়ে কমিটি গঠন করতে মরিয়া হয়ে উঠেছে। বিদ্যালয়ের অভিভাবক সদস্যরা সংশ্লিষ্ট কতৃপক্ষের অবগতি সাপেক্ষে অবিলম্বে আগামী ১৬ মার্চ অভিভাবক নির্বাচন স্থগিতের দাবি জানান।

উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী বলেন, এশা সিদ্দিকা আমাদের বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।

এ বিষয়ে উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবীর বলেন, এশা সিদ্দিকা আগে সরকারি বালিকা স্কুলের শিক্ষার্থী ছিলো। পরে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। পরে আমরা তার নিকট অনেকবার টিসি চেয়েছি ওরা দেয় দেয় করে দেয় নি। অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার তদন্তের করে প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে গেছে। আগামী রবিবার সিদ্ধান্ত দিবে। ওনি যে সিদ্ধান্তই দিবে আমরা তা মেনে নিবো।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার নুরে-ই-আলম সিদ্দিকী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT