উলিপুরে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধিদের সাথে মতবিনিময়
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সোমবার সন্ধ্যা ০৬:৪১, ২৭ সেপ্টেম্বর, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে করোনা কালে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর প্রেসক্লাব হল রুমে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)’র সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে নারী অধিকার প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উলিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজি।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার,সাংবাদিক মঞ্জুরুল হান্নান,পরিমল মজুমদার, তৈয়বুর রহমান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, আমিনুল ইসলাম বিটু,রোকনুজ্জামান মানু,সাজাদুল ইসলাম,প্রকল্প সমন্বয়কারী ইসফাতুল কবির,প্রজেক্ট অফিসার শামীম হায়দার,প্রজেক্ট ফ্যাসিলিটেটর ফাতেমা বেগম সহ উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।