উলিপুরে পূর্বশত্রুতার জের ধরে ঘরে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বুধবার রাত ১১:১৬, ২ মার্চ, ২০২২
উলিপুরে পূর্বশত্রুতার জের ধরে বসতঘরসহ ঘোয়াল ঘরে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ উঠেছে। এতে ঘরে থাকা প্রায় ৩ লাখ ২০ হাজার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (০২ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নে জকরিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগি ওই পরিবারের মাঝে আতংক বিরাজ করছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ওই এলাকার মৃত হোসেন আলীর পুত্র মোজাহারুল ইসলাম (৪৫) ও আজহারুল ইসলাম মন্টু’র সাথে বিরোধ চলে আসছে। এরই জের ধরে পেট্রল দিয়ে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন আইয়ুব আলী। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।উলিপুর ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অভিযোগে আরও উল্লেখ করেন, আসামীগণ অনধিকার ভাবে আমার বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার পরিবাবের লোকজনকে মারপিট করবে বলে হুমকি দেয় ও দেশীয় অস্ত্র দিয়ে বাড়ীঘর ভাংচুর করে।
উলিপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুর রহমান বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস তদন্ত কমিটি ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।