ঢাকা (রাত ১১:১৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে দোকান ঘর জোরপূর্বক দখলের অভিযোগ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার বিকেল ০৫:১৮, ৩০ মে, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে দোকান ঘর জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। হা‌লিমা বেগম না‌মে ওই নারী তার আপন ভাই মিজানুর রহমান গংদের বিরুদ্ধে এমন অভিযোগ ক‌রে‌ছেন। ঘটনা‌টি উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া এলাকার।

অভিযোগ ও ভূক্তভোগি সূত্রে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া মৌজার জে এল নং-১৪২, খতিয়ান নং- ৭৩৩/১, ১৮৪১ নং দাগের ১০ শতক জমির মধ্যে ২ শতক পৈত্রিক জমি নিয়ে দীর্ঘ‌দিন ধ‌রে তাদের বিরোধ চলে আস‌ছে। গত ২৩ মে দুপু‌রে হা‌লিমা বেগম (৭২) ও বোন আ‌নোয়ারা বেগমসহ ওই বি‌রোধপূর্ণ দোকা‌নে ব‌সে ছি‌লেন। এ অবস্থায় মিজানুর রহমান (৪৫), লুৎফর রহমান (৬০), আশরাফুল (৩২), আ‌শিক (২৫) দেশীয় অস্ত্র নি‌য়ে বাদী ও তার বোন আনোয়ারা বেগমকে গালাগা‌লির এক পর্যা‌য়ে অত‌র্কিত হামলা চালায়।

এসময় হা‌লিমা ও আ‌নোয়ারা বেগম‌কে বেধড়ক মার‌পিট ক‌রে গুরুত্ব আহত ক‌রে দোকান থেকে বের করে দেয়। এছাড়াও তারা ওই দোকানে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। এই বিষয়ের প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দেন হালিমা বেগম (৭২)।

অ‌ভিযুক্ত মিজানুর রহমান মারামা‌রির বিষয়‌টি অস্বীকার ক‌রে ব‌লেন, বা‌পের সম্প‌দের ভাগ বোন‌দের মা‌ঝে বন্টন করা হ‌য়ে‌ছে। কিন্তু সেটা তা‌দের মনঃপূত হয়‌নি। এ অ‌ভি‌যোগ ভি‌ত্তিহীন।

তদন্তকারী কর্মকর্তা উপপ‌রিদর্শক (এসআই) ম‌শিউর রহমান জানান, বিষয়‌টি পা‌রিবা‌রিক। উভয়প‌ক্ষের স‌ঙ্গে কথা ব‌লে আ‌পোষ মিমাংসা ক‌রে দেয়া হ‌বে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমিয়াজ কবির বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হ‌বে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT