ঢাকা (সকাল ৯:০৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে গণ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ১১:৪২, ৭ মার্চ, ২০২২

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেছুর রহমান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের গণ সংবর্ধনা দেয়া উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে গণ সংবর্ধনা প্রদান কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহরাব আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গণ সংবর্ধনা প্রদান কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মোশাররফ হোসেন, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।

ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন। সেক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ইউনিয়নের চিকিৎসা সেবার মান উন্নয়নে তিনি একটি এ্যাম্বুলেন্স দেয়ারও প্রতিশ্রুতি দেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT