ঢাকা (সকাল ১১:৫৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার রাত ১১:৩৬, ১ মার্চ, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে চাঁদা দাবির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উপজেলার থেতরাই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান আতা’র বিরুদ্ধে সালাউদ্দিন শাহীন নামে এক সেনা সদস্য মারপিট ও ৫লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের  কিশোরপুর গ্রামের মজির উদ্দিনের পুত্র থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার সাথে পার্শ্ববর্তী দঁড়ি কিশোরপুর গ্রামের সেকেন্দার আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও গত ১৯ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান আতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরিও করেন সালাউদ্দিন শাহীন। এরই জেরে গত ২০ ফেব্রুয়ারি  দুপুরে সালাউদ্দিন ইউপি কার্যালয়ের সামনে গেলে চেয়ারম্যানের লোকজন তাকে বেধড়ক মারপিট করে ইউনিয়ন পরিষদের কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে ওই সেনা সদস্যর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় এক সপ্তাহ পর গত ২৭ ফেব্রুয়ারি (রবিবার) ভুক্তভোগি ওই সেনা সদস্য বাদি হয়ে মারপিট ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানসহ নামীয় ১৩ জন ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে থেতরাই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম না। ওই সময় আমি একটি মিটিংয়ে ছিলাম। তারপরেও আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হওয়া অত্যন্ত দুঃখজনক বলে জানান তিনি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারপিটসহ চাঁদা দাবির অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি মামলা হয়েছে। উলিপুর থানার মামলা নং-৩২।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT