ঢাকা (ভোর ৫:৪১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উপজেলা আ:লীগের সভাপতির বাড়িতে হামলা ভাংচুর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock মঙ্গলবার রাত ১১:২৩, ৯ জানুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে নির্বাচন পরবর্তী হামলা ও ভাংচুরের ঘটনা শুরু হয়েছে। বৃদ্ধি পেয়েছে সহিংসতা। এ পর্যন্ত শিবগঞ্জ উপজলার বিভিন্ন এলাকায় ১২টি হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৮

জানুয়ারী) রাত ৯ টার দিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে

অংশগ্রহণকারী সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতিকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ

নাজমুল কবির মুক্তার উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে তার বাড়িসহ আরো ৪ জন সমর্থকের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদে শিবগঞ্জ ডাকবাংলা চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতিকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি।

 

এ সময় সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ট্রাক প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহায়ক আতিকুল ইসলাম টুটুল খাঁন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, চলতি মাসের ৭ জানুয়ারি

রবিবার নির্বাচন পরবর্তী রাতে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সন্ত্রাসী বাহিনী জেলা মহিলা লীগের সহ-সভাপতি ও মোবারকপুর ইউনিয়নের সাবেক মহিলা সদস্য নূরজাহান বেগমের বাড়িসহ ২টি বাড়ি, একই দিন ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি তোহর আহমেদের বাড়ি, ৮ জানুয়ারি সোমবার সকালে ঘোড়াপাখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান

মামুনুর রশিদ মোমিনের বাড়িসহ ২টি বাড়িতে হামলা, ইট-পাটকল নিক্ষেপ ও ভাঙচুর, একই দিন সন্ধ্যায় বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিশ্বনাথপুর গ্রামের ট্রাক প্রতিকের সমর্থক মাহবুব আলমের হাতের অংগুল কেটে বিচ্ছিন্ন করাসহ বিকেলে শিবগঞ্জ স্বেছাসেবক লীগ নেতা ট্রাক প্রতিকের সমর্থক ইব্রাহিমের বাড়ি, ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি মোড়ে একটি দোকানে হামলা ও একজনকে বেধড়ক মারপিট, উজিরপুর ইউনিয়নের ট্রাক প্রতিকের একটি অফিসে আগুন দেয়া হয় বল সংবাদ সম্মলনে জানানো হয়।

 

তিনি আরো বলেন, এ পর্যন্ত ১২টি হামলা-ভাংচুরের ঘটনা ঘটলেও শিবগঞ্জ থানায় পৃথক পৃথক অভিযোগ করার পরও পুলিশ এখন পর্যন্ত কাওকে গ্রেপ্তার করতে পারেনি।

তবে সকল অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ মনোনীত নৌকার কান্ডারী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁপাইসবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল মুঠোফোনে বলেন, আমি
কখনো সন্ত্রাসীর সাথে ছিলামনা, আর কোন সন্ত্রাসী দল আমার নেই। তারা দলের বিরুদ্ধে গিয়ে ভোটে হেরে আমার বিরুদ্ধে বিশোদাগার করছেন। বিগত ৫ বছর সাংসদ থাকাকালীন সময় আমি কোন অন্যায়ের সাথে আপোষ করিনি। এমনকি শিবগঞ্জ
থানার ওসিকে এই দীর্ঘ সময়ে কাওকে আটক কিংবা ছাড়ানোর জন্য অনুরোধও করিনি।
আর তাই আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা বানোয়াট।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসন বলেন, এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় দিয়ে ৬টি ঘটনা ঘটেছে। ৪টি ঘটনার অভিযোগ পেয়েছি। তার মধ্যে ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া ও মোবারকপুর ইউনিয়নের ঘটনায় মামলা হয়েছে এবং উপজেলা আওয়ামীলীগর সভাপতির বাড়িতে করা হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, তদন্তপূর্বক দোষীদর বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, ট্রাক প্রতিকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, জেলা স্বেছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল আওয়াল গনি জোহা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT