ঢাকা (রাত ১০:৫৮) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ইন্ডিয়ার কাছে পরাজয়ের প্রতিশোধ নিলো পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০২:০৭, ৫ সেপ্টেম্বর, ২০২২

প্রথম দেখায় ভারতের বিপক্ষে লড়াই জমিয়েও জয়ের স্বাদ নিতে পারেনি পাকিস্তান। একই মঞ্চে দ্বিতীয় দেখায় আর ভুল করল না পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নেওয়াজের ব্যাটিং দাপটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বাবর আজমের দল।

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। চলমান এশিয়া কাপেই গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। সুপার ফোরে এসে সেই হারের প্রতিশোধ ভালোভাবেই নিল বাবর আজমের দল। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১১ ম‍্যাচে পাকিস্তানের এটি তৃতীয় জয়।

রোববার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১৮১ রান তুলেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন বিরাট কোহলি। ৪৪ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৪ বাউন্ডারি ও এক ছক্কা দিয়ে।

জবাব দিতে নেমে ১ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে ভারত। আগের ম্যাচগুলোতে ভারতের ওপেনিং জুটি সেভাবে ক্লিক করেনি। তবে আজ রোহিত শর্মা ও লোকেশ রাহুল মিলে শুরুর জুটিতেই তোলেন ৫৪ রান।

ষষ্ঠ ওভারে এই জুটি ভাঙেন হারিস রউফ। পাকিস্তানি পেসারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে খুশদিল শাহের হাতে ক্যাচ দেন রোহিত। বিদায় নেন ১৬ বলে ২৮ রান করে। রোহিত ফেরার পর স্থায়ী হলেন না রাহুলও। ঠিক ২৮ রানের মাথায় তাকেও বিদায় করে পাকিস্তান। শাদাব খানের বলে আউট হওয়ার আগে তিনি ২০ বলে করেন ২৮ রান।

আগের ম্যাচে ঝড় তোলা যাদব এই ম্যাচে থিতু হতে পারেননি। জ্বলে ওঠার আগেই তাকে থামান মোহাম্মদ নেওয়াজ। তবে টিকে যান পুরোনো ছন্দে ফেরার আভাস দেয়া কোহলি। পান্টের সঙ্গে কিছুক্ষণ দলকে এগিয়ে নেন তিনি। এই জুটিকেও বড় হতে দেননি শাদাব খান। ১৪ রানে পান্টকে নিজের শিকার বানান শাদাব।

উইকেটে এসে টিকতে পারেননি আগের ম্যাচের জয়ের নায়ক পান্ডিয়াও। তিনি আজ রানের খাতাও খুলতে পারেননি। তবে থিতু হয়ে ছিলেন কোহলি। তার ব্যাটে চড়ে ভার‍ত পায় শক্ত পুঁজি।

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের চতুর্থ ওভারেই হারায় অধিনায়ক বাবর আজমকে। ১০ বলে ১৪ করে ফেরেন পাকিস্তান অধিনায়ক। এই টুর্নামেন্টে এখনো জ্বলে উঠতে পারেননি বাবর।

এরপর উইকেটে এসে থিতু হতে পারেননি ফখর জামান। তাকে ১৫ রানে সাজঘরের পথ দেখান চাহাল। জোড়া ধাক্কা খাওয়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজ আর রিজওয়ান মিলে গড়ে তোলেন ৭৩ রানের চমৎকার জুটি। স্ট্রাইক ধরে খেলেন রিজওয়ান আর তাণ্ডব চালান নেওয়াজ। এই জুটিতেই মূলত ম্যাচের নাগাল পেয়ে যায় পাকিস্তান।

ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়ে ২০ বলে ৪২ রান করে ফেরেন নেওয়াজ। এরপর বাকিদের নিয়ে পাকিস্তানকে জয়ের নাগাল দেন রিজওয়ান। শেষ দিকে বাকি কাজ সারেন আসিফ আলি ও খুশদিল শাহ।

সংক্ষিপ্ত স্কোর:-

ভারত:-২০ ওভারে ১৮১/৭ (রাহুল ২৮, রোহিত ২৮, কোহলি ৬০, যাদব ১৩, পন্থ ১৪, পান্ডিয়া ০, দিপক ১৬, রবি ৮, ভুবেনশ্বর ০ ;নাসিম ৪-০-৪৫-১, হাসনাইন ৪-০-৩৮-১, রউফ ৪-০-৩৮-১, নেওয়াজ ৪-০-২৫-১, শাদাব ৪-০-৩১-১)।

পাকিস্তান:-১৯.৫ ওভারে ১৮২/৫ (রিজওয়ান ৭১, বাবর ১৪, ফখর ১৫, নেওয়াজ ৪২, খুশদিল ১৪, আসিফ ১৬, ইফতেখার ২ ; ভুবেনশ্বর ৪-০-৪০-১, সিং ৩.৫-০-২৭-১, রবি ৪-০-২৬-১, পান্ডিয়া ৪-০-৪৪-১, চাহাল ৪-০-৪৩-১)।

ফল:-৫ উইকেটে জয়ী পাকিস্তান।

ম্যান অব দ্য ম্যাচ:-মোহাম্মদ নেওয়াজ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT