ঢাকা (সন্ধ্যা ৬:৩২) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ইউএনওকে প্রত্যাহার না করলে নির্বাচন বর্জন করবো : মাওলানা আলতাফ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার সন্ধ্যা ০৬:৩৫, ৩১ ডিসেম্বর, ২০২৩

এক বক্তব্যে একথা বলেছেন কুমিল্লা-২ আসনে (হোমনা-মেঘনা) ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আলতাফ হোসাইন।

তিনি বলেন, হোমনা-মেঘনার জনগণ ব্যালটের মাধ্যমে লুটেরা রাজনীতিবিদদের বয়কট করবে। এই সুবর্ণ সুযোগ ও সময় সামনে আসন্ন। এতোদিন যারা এই এলাকার জনপ্রতিনিধি ছিলো তারা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে জনগণকে শাসনের নামে শোষণ করছে।
জনগণ ৭ জানুয়ারি নির্বাচনে মিনার প্রতীকে ভোট দিয়ে এর সমুচিত জবাব দিবে।

আলতাফ হোসাইন বলেন, বিগত দিনে হোমনা মেঘনায় কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ৭ জানুয়ারি এই আসনে ভোট বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। মিনার প্রতীক শান্তির প্রতীক।  মিনার প্রতীক ইসলামের প্রতীক। মানুষ শান্তি চায়। আমরা শান্তি ও নিরাপদ দেশ গড়তে রাজনীতি করি। আমি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে এই দুই উপজেলাকে স্মার্ট উপজেলায় রুপ দিতে চাই।

ইসলামী ঐক্যজোট নেতা বলেন, আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করছি আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করুন। যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারেন তাহলে আমরা ইসলামী ঐক্যজোট এই তামাশার নির্বাচন বয়কট করবো।

মাওলানা আলতাফ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রীনা দাসের প্রতি ক্ষোভ ঝেড়ে বলেন, আমি ও আমার নেতাকর্মীদেরকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লোকজন হুমকি ধামকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। কোথায়ও পোস্টার, ব্যানার লাগাতে দিচ্ছে না। আমি বারবার সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিলেও তিনি তা আমলে নিচ্ছেন না। আমি এই ইউএন’র অপসারণ করার জন্য নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকতাদের সুদৃষ্টি কামনা করছি।

রোববার (৩১ ডিসেম্বর) বিকালে মেঘনা উপজেলার বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠের এক জনসভায় এসব কথা বলেছেন বাংলাদেশ ইসলামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আলতাফ হোসাইন।

 

এছাড়া ইসলামী ঐক্যজোটের অন্যাদের মধ্যে আরও বক্তব্য দেন— ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সচিব মাওলানা ফারুক আহমদ, প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানা বদিউজ্জামানসহ হোমনা-মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT