ঢাকা (সন্ধ্যা ৭:১১) শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আশ্রয়ণ-২প্রকল্পের গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি সহ ঘর প্রদান

আশ্রয়ণ-২প্রকল্পের গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি সহ ঘর প্রদান

মোঃ শাকিল হোসেন শওকত মোঃ শাকিল হোসেন শওকত Clock বুধবার রাত ১০:০০, ৯ আগস্ট, ২০২৩

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ জমি সহ ২২,১০১ টি বরাদ্দকৃত ঘর সমূহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি সরাসরি এই গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা মিলনায়তন ভবনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি’র উপস্থিতিতে উক্ত ভার্চ্যুয়াল অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শিত হয়। এতে উপজেলার ৩ টি ইউনিয়নে মোট ৩৮ টি ঘর হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT