ঢাকা (রাত ৯:৩৬) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আদমদীঘির সান্তাহারে ১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৯:১০, ১১ জুলাই, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১৯ বোতল ফেন্সিডিলসহ হানিফ প্রাং (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ির পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হানিফ ঐ এলাকার বাসিন্দা। পুলিশসূত্রে জানা যায়, হানিফ দীর্ঘদিন ধরে তার তেলের দোকানের পাশাপাশি মাদক বিক্রি করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দোকান ও বাড়ি থেকে উক্ত পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদের নেতৃত্বে এএসএই রুস্তম ফারুক ও তাদের সঙ্গীয় ফোর্সসহ ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন ইতিপূর্বে হানিফের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT