ঢাকা (রাত ১১:১২) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আজ মাঠে গড়াছে নিদাহাস ট্রফি। এক নজরে তিন দলের খেলোয়ারের তালিকা।

খেলাধুলা ২১৬৬৬ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার বিকেল ০৪:২০, ৬ মার্চ, ২০১৮

আজ মাঠে গড়াছে নিদাহাস ট্রফি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি এই টুর্নামেন্টে অপর দুই দল বাংলাদেশ ও ভারত। আসরের উদ্ভোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টের বাংলাদেশের প্রথম খেলা ৮ মার্চ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টটি রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের সাথে দুই বার করে মুখোমুখি হবে। ১৮ মার্চ ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে। ভারতের নয়মিত কয়েকজন ক্রিকেটার না থাকলেও নিদাহাস ট্রফিতে ফেভারিট মানা হচ্ছে রোহিত শর্মার দলকে। অন্যদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসানের অনুপস্থিতি টাইগারদের কিছুটা ব্যাকফুটে রাখবে। এক নজরে নিদাহাস ট্রফির তিন দলের স্কোয়াড-বাংলাদেশ স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, আরিফুল হক, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী।

শ্রীলঙ্কা স্কোয়াড: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, ইসুরু উদানা, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপোন্সো, নুয়ান প্রদীপ, দুশমান্থা চামিরা, ধনাঞ্জয়া ডি সিলভা।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, দিনেশ কার্তিক, দিপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, বিজয় শংকর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাত, মোহাম্মদ সিরাজ, ঋশব প্যান্ট।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT