ঢাকা (সন্ধ্যা ৭:১৯) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে বগুড়ায় ৮ সিলিন্ডারসহ ট্রাক আটক

মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) Clock মঙ্গলবার বিকেল ০৪:০৪, ৮ সেপ্টেম্বর, ২০২০

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকে গ্যাস ভর্তি বোতল সাজিয়ে রেখে অবৈধভাবে বিভিন্ন সিএনজি চালিত গাড়ীতে গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও ট্রাকসহ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

সোমবার সকালে সান্তাহার পৌর এলাকার বশিপুর ঈদগাহ মাঠের সামনে ট্রাক থেকে অবৈধভাবে সিএনজিতে গ্যাস বিক্রি করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ অভিযান চালিয়ে এসব সরঞ্জামাদি জব্দ ও অর্থদন্ড প্রদান করেন।

তিনি জানান, বিস্ফোরণের ঝুঁকি নিয়েই বেশ কিছু দিন যাবৎ তারা উপজেলার সান্তাহার পৌর এলাকায় অবৈধভাবে গ্যাস বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হলে সরবরাহকারির লোকজন ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এসময় সিএনজিতে গ্যাস নেওয়া সিএনজি চালক দেলোয়ার হোসেনকে এক হাজার টাকা অর্থদন্ড দেন এবং ট্রাকসহ সরঞ্জামাদি জব্দ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT