অনির্দিষ্টকালের জন্য নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০১:৫০, ২১ মার্চ, ২০২২
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
রোববার রাতে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী সব লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে নারায়ণগঞ্জ থেকে রামচন্দ্রপুর ও চাঁদপুরগামী লঞ্চ চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না বলে জানান তিনি।
রোববার দুপুরের লঞ্চ দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বেশ কিছু কারণ উল্লেখ করেন। এসবের মধ্যে আছে চালকের অদক্ষতা, অসতর্কতা, আকারে ছোট ইত্যাদি।
বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর রাজীব চন্দ্র রায় জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শুধু মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করতে পারবে না।
এ রুটে ২০-২২টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে থাকে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চগুলো চলাচল করতে পারবে না।
যাত্রীদের নিরাপত্তার জন্য উধর্তন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
দুপুরে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ‘এমভি রূপসী-৯’ নামে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল আফসার উদ্দিন’ ডুবে যায়।
এতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছে সাঁতরে তীরে ওঠা যাত্রীরা।
এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনও ১৫ থেকে ২০ জন যাত্রী নিখোঁজ আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছেছে এবং শিগগিরই এটি কাজ শুরু করবে বলে জানা গেছে।