ঢাকা (সকাল ১০:৫২) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


Gph Ispat এনটিভির গ্রান্ড ফাইনালে মৌলভীবাজারের ছেলে প্রত্যয়

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock বৃহস্পতিবার দুপুর ০১:৪৫, ১৫ জুলাই, ২০২১

বাংলাদেশের জনপ্রিয় স্যটেলাইট টেলিভিশন এনটিভির রিয়েলিটি শো ‘Gph Ispat অনন্য প্রতিভা’ অনুষ্ঠানে সুযোগ পেয়ে হাটি হাটি পা পা করে আজ গ্রান্ড ফিনাল পর্বে পৌঁছেছে মৌলভীবাজার জেলার ছেলে তানজিম বিন তাজ প্রত্যয়।

এখন চলছে SMS পর্ব। চুড়ান্ত বিজয়ী হতে প্রত্যয়ের জন্য প্রয়োজন প্রচুর SMS আগামী ১৭ জুলাই ২০২১ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে, তাই তাকে বিজয়ী করার জন্য প্রচুর SMS করতে মৌলভীবাজার তথা সমগ্র সিলেট ও বাংলাদেশের সকল জেলা উপজেলা এমনকি প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের কাছেও অনুরোধ জানিয়েছেন তার বাবা মা ও পরিবার।

প্রত‍্যয় মৌলভীবাজার পৌরসভার বনবিথি এলাকার মো. তাজুল ইসলাম ও নিলরুবা খানম সুমির সন্তান।

সে যেনো সফলতার সাথে এগিয়ে গিয়ে মৌলভীবাজার জেলা বাসির মুখ উজ্জ্বল করতে পারে এজন‍্য প্রত‍্যয় ও তার পরিবার সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থী।

নামঃতানজিম বিন তাজ প্রত্যয়

পিতাঃ মোঃ তাজুল ইসলাম

মাতা;নিলরুবা খানম সুমি

একাডেমিক যোগ্যতাঃ-

শ্রেনীঃ৫ম

পাইকপাড়া স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাবা,ব্যবসায়ী

মাতাঃগানের শিক্ষক ও লেখিকা

যোগ্যতাঃ চার বার জাতীয় পুরস্কার প্রাপ্ত, ২০২১সালে শ্রেষ্ঠ শিশু শিল্পীর এওয়ার্ড,আন্তর্জাতিক শিশু বাউল সম্মাননা পুরস্কার, ২০১৯ ও ২০২০ সালে বাংলা একাডেমি আয়োজিত শিশু কিশোর সংগীত পুরস্কার,

বর্তমান ঠিকানাঃ১৮/২ হক ভিলা।মিরপুর ১ ঢাকা ১২১৬

স্থায়ী ঠিকানাঃ২০৪বনবীথি আ/এ ওয়াপদা রোড মৌলভীবাজার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT