কুমিল্লা-১ আসনে বিরামহীন প্রচারণায় ব্যস্ত জাতীয় পার্টির সৈয়দ ইফতেখার আহসান
স্টাফ রিপোর্টার
শুক্রবার সকাল ১১:৩৮, ৩০ জানুয়ারী, ২০২৬
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিরামহীন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ ইফতেখার আহসান হাসান। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি।
গত কয়েকদিন ধরে দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন সৈয়দ ইফতেখার আহসান হাসান। স্থানীয় সমস্যা, উন্নয়নের চাহিদা ও মানুষের প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন তিনি। এ সময় তিনি বলেন,
“জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। নির্বাচিত হলে দাউদকান্দি ও মেঘনাকে একটি পরিকল্পিত, আধুনিক ও কর্মসংস্থানমুখী অঞ্চলে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
প্রচারণাকালে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, পোস্টার ও স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান শক্তিশালী হচ্ছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একজন সৎ, সহজলভ্য ও উন্নয়নমনস্ক জনপ্রতিনিধি সংসদে দেখতে চান। অনেক ভোটারের মতে, নিয়মিত মাঠে থাকা এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে সৈয়দ ইফতেখার আহসান হাসান কুমিল্লা-১ আসনে একজন শক্ত ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে পরিচিতি পাচ্ছেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এরই মধ্যে বিরামহীন প্রচারণার মাধ্যমে নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছেন জাতীয় পার্টির এই প্রার্থী।


